দু-দফায় মুক্তি পেছানোর পর ২৩ আগস্ট থেকে মালয়েশিয়াতে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’। আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া,ইউরোপ, মধ্যপ্রাচ্যে ব্যাপক সাড়া ফেলার পর এবার তুফান চলছে মালয়েশিয়াতে। সেখানেও বেশীরভাগ শো হাউজফুল যাচ্ছে।
মালয়েশিয়া থেকে খবরটি জানিয়েছে ডিস্ট্রিবিউশন কোম্পানি জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নিল রাব্বী। তিনি বলেন, সোমবার থেকে ১২টি থিয়েটারে চলবে। এর আগে ১১ থিয়েটারে দৈনিক ২৫ শো চলছে। বেশীরভাগ শো হাউজফুল হচ্ছে। রবিবার মালয়েশিয়াতে উইকেন্ড। সবগুলো থিয়েটারে দর্শক পরিপূর্ণ ছিল। এখানে সবাই প্রবাসী। তাই দুপুরের শো’টায় তুলনামূলক দর্শক থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২ আগস্ট এবং ১৬ আগস্ট মুক্তি বাতিল করা হয়। তারপরেও যে ভালো চলছে সেটা আনন্দের খবর।
মালয়েশিয়াতে যেসব স্ক্রিনে তুফান দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে: কুয়ালালামপুর জিএসসিতে কুইল সিটি মলে দুপুর ১২টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটের শো। কুয়ালালামপুর এলএফএস কলিসিয়ামে দুপুর ১২টা ১৫ ও ৩টা ১৫ মিনিটের শো। টিজিভির সানওয়ে পুত্রে দুপুর ১টা ১৫ মিনিটে, টিজিভির জয়া শপিং সেন্টারে দুপুর ২টা ৩০ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির চেরাস সেন্ট্রালে বিকেল ৪টা ৪৫ মিনিটও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির বুকিট রাজায় দুপুর ১টা ১৫ ও রাত ৭টা ৪৫ মিনিটে, টিজিভির শেমেলিন ১-এ বিকেল ৫টা ৪৫ ও রাত ৮টা ১৫ মিনিটে, জহুর বাড়ু এলএফএস প্লাজার তাসেক সুদাই সিনেপ্লেক্সে দুপুর ১২টা ও বিকেল ৩টা ২০ মিনিটে, জহুর বাড়ুর সুয়ারা সিনেমা পাসির গুদাং সিনেপ্লেক্সে বিকেল ৩টা, ৫টা ৪৫ ও রাত ৮টা ৩০ মিনিটে, আইপিওএইচ এলএফসের সেরি কিন্তায় দুপুর ১২টা ও বিকেল ৩টায় ছবিটি দেখা যাবে।
এছাড়া পেনাং শহরের বায়ান লেপাসের এলএফএস বুকিত জাম্বুলে তুফানের ৪টি শো চলছে, সেগুলো হচ্ছে, দুপুর ১২টা ১০, বিকেলে ৩টা ১০, সন্ধ্যা ৬টা ১০ ও রাত ৯টা ১০ মিনিটে। কুয়ালালামপুরে সুরিয়া কেএলসিসিতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেখা যাচ্ছে ব্লকবাস্টার হিট ‘তুফান’।আরও জানানো হয়, টিজিভির এলএফএস সিনেমাস, জিএসসি ও সুয়ারা স্ক্রিণ সিনেমার অ্যাপসে অনলাইনে ‘তুফান’র অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।
‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী। শাকিব ছাড়াও এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। ইতোমধ্যে সিনেমাটি বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমার শীর্ষ তালিকায় উঠে এসেছে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/08/toofan-malaysia-1-750x536.jpg)








