সৌদি প্রো লিগের দল আল আহিল ৪০ মিলিয়ন পাউন্ডে ইংল্যান্ড স্ট্রাইকার আইভান টনিকে দলে নিলো। তিন বছরের চুক্তি হয়েছে। ২৮ বর্ষী তারকার মেডিকেল টেস্ট হবে শিগগিরই, ইউরোপীয়ান সংবাদ মাধ্যমে খবর।
ব্রেন্টফোর্ডের তারকাকে নিতে আল আহিলের গুনতে হলো বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ছয়শো কোটি। চুক্তি নিশ্চিত হওয়ায় শনিবার সাউদাম্পটনের বিপক্ষে ব্রেন্টফোর্ডের হয়ে নামবেন না তিনি।
ব্রেন্টফোর্ডের ম্যানেজার থমাস ফ্রাঙ্ক জানিয়েছেন, ‘শুধু এটুকুই বলতে পারি, শনিবার টনি খেলবে না। খেলোয়াড়দের সম্পর্কে বলতে পারি, গতদিন কারা খেলছিল এবং আগামীতে কারা খেলবে।’
‘টনি বেশ ভালো অনুশীলন করছিল এবং আমি তার উপর খুশি।’









