স্পেনে বেশ ঘটা করে হয়ে গেলো টমেটো ছোঁড়ার উৎসব লা টমাটিনা। প্রতি বছরের মতো এবারও লা টমাটিনায় অংশ নেন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক।
বিবিসি জানিয়েছে, প্রতি বছর আগস্ট মাসের শেষ সপ্তাহে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবকে বিশ্বের চাইতে বড় খাবারের লড়াইও বলা হয়ে থাকে।
১৯৪৫ সালের ২৯ আগস্ট লা টমাটিনার প্রথম আসর বসে। প্রতিবছর এই উৎসবের জন্য প্রয়োজন হয় ১২০ টন লাল টমেটো। স্পেনে প্রতিবছর বিপুল পরিমাণে লাল টমেটোর উৎপাদন হয়।
ঐতিহ্যবাহী উৎসবে শুধু স্পেনই নয়, অংশগ্রহণ করে অন্য দেশের মানুষও। স্পেনের বুনোর শহরে লা টমাটিনা ফেস্টিভ্যাল শুরু হয় রাত ১২টার পর। এর আগেই ট্রাকে ট্রাকে টমেটো আসতে শুরু করে শহরটিতে।









