১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তি প্রাপ্ত ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ পুরো বিশ্বের সিনেপ্রেমীদের কাছে অসাধারণ এক চলচ্চিত্র। সাড়া জাগানো এই চলচ্চিত্রের অংশ হতে পারতেন টম ক্রুজও। কিন্তু কেন হলেন না? জেনে নিন সেই ঘটনা।
‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন টিম রবিনস। এই চরিত্রের জন্য নিকোলাস কেজ, ক্লিন্ট ইস্টুইড, পল নিউম্যান, টম হ্যাংকস ও কেভিন কস্টনারকে প্রস্তাব দেয়া হয়েছিল। টিম রবিনসের আগে প্রস্তাব দেয়া হয়েছিল টম ক্রুজকেও। কিন্তু তারা সবাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
টম ক্রুজকে যখন এই ছবির প্রস্তাব দেয়া হয়েছিল তখন অভিনয়ে তার এত অভিজ্ঞতা ছিল না। তাই নির্মাতা ফ্রাঙ্ক ডারাবন্টের ছবিতে অভিনয় করতে চাচ্ছিলেন না তিনি। বলেছিলেন, যদি অভিনেতা ও নির্মাতা রব রেইনারকে ছবির প্রজেক্ট তদারকির দায়িত্ব দেয়া হয়, তাহলে কাজ করবেন তিনি। এই প্রস্তাব পছন্দ হয়নি ডারাবন্টের। পুরো প্রজেক্টের নিয়ন্ত্রণ তিনি পুরোপুরি নিজের হাতেই রাখতে চেয়েছিলেন। এমনকি ছবির কপিরাইট রেইনারকে দিয়ে দেয়ার জন্য তাকে ৩ মিলিয়ন ডলারের প্রলোভনও দেখানো হয়েছিল। তবুও তিনি নিজের স্বপ্ন হাতছাড়া করতে চাননি।
একবার এক সাক্ষাৎকারে ফ্রাঙ্ক ডারাবন্ট এই প্রসঙ্গে বলেছিলেন, ‘স্বপ্নকে অর্থের বিনিময়ে বিক্রি করা যায় না।’
টম ক্রুজ অভিনয় না করলেও ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’-এর ভাগ্যে কী ঘটেছিল তা সবার জানা। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ছবিটি। সেই সাথে জিতে নিয়েছিল দর্শক সমালোচকের মন। শুধু তাই নয়, আন্তর্জাতিক মুভি ডাটা বেজ (আইএমডিবি) এর সেরা ২৫০ সিনেমার মধ্যে বছরের পর বছর ধরে ছবিটি এক নম্বর জায়গা ধরে রেখেছে।
সূত্র: কইমই







