কলকাতার আলিপুরে মাঝরাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেতা সম্রাট মুখার্জী। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার ঘটানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে বেহালার রাজা রামমোহন রায় রোডে এই ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সম্রাটের গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেয়। এরপর এক বাইক আরোহীকে ধাক্কা দিলে আরোহী জখম হন। এসময় তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, আহত বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। তার বয়স মাত্র ২৯। তিনি বেহালারই বিদ্যাসাগর কলোনীর বাসিন্দা। কাজ করেন একটি আইসক্রিম কারখানায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভেঙে টুকরো হয়ে গিয়েছে বাইক আরোহীর হাঁটু ও কোমর।
এদিকে এই কাণ্ডের পর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। মদ্যপ অবস্থায় সম্রাটের বেপরোয়াভাবে গাড়ি চালানো নিয়ে শুরু হয় জোর চর্চা। যদিও বেলা গড়াতেই শোনা যাচ্ছে ‘অন্য কথা’।
কলকাতার সর্বভারতীয় আর একটি সংবাদমাধ্যমের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কেউ জিজ্ঞেস না করেই মন গড়া কাহিনী রটিয়ে দিচ্ছে। আমি গ্রেপ্তার হইনি।’
সম্রাট মুখার্জী দীর্ঘদিন ধরে কলকাতার টেলিভিশনের অতি পরিচিত মুখ। একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মূলত খলনায়ক হিসেবেই পর্দায় দেখা যায় তাকে।- হিন্দুস্থান টাইমস বাংলা









