চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে আসা নায়ক আদর আজাদ। ‘তালাশ’, ‘লোকাল’, ‘লিপস্টিক’ ছবিগুলো দিয়ে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন সিনেপর্দায়। সম্ভাবনাময় এই নায়ক অভিনীত আরেক সিনেমা ‘টগর’ মুক্তি পায় গেল ঈদুল আযহায়।
এবার সেই সিনেমাটি আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
আলোক হাসান নির্মিত এবং আদর আজাদ ও পূজা চেরী জুটির অ্যাকশন-রোম্যান্স চলচ্চিত্র ‘টগর’। আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ৩ টা থেকেই আইস্ক্রিন-এর দর্শকরা স্ট্রিমিং করতে পারবেন সিনেমাটি!
প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখার আভাসই ফুটে উঠেছে ‘টগর’-এর টিজার-ট্রেলারে! আদর-পূজা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর মতো গুণী অভিনয়শিল্পীরা।









