ভারতের কালাকারি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তরুণ নির্মাতা রনি তানভীরের ছোট ছবি ‘টুগেদার’। ভারতের মধ্যপ্রদেশে অনুষ্ঠিতব্য এই উৎসবটি শুরু হচ্ছে ২৮ জানুয়ারি।
বন্ধুত্বের গভীর সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত ‘টুগেদার’। এমন দুই বন্ধুর গল্প, যারা প্রতিকূল পরিস্থিতিতে একে অপরকে সহায়তা করে। জীবনের চ্যালেঞ্জগুলো যখন কঠিন হয়ে দাঁড়ায়, বন্ধুত্বের মূল্য এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার আসল রূপ তখন ফুটে ওঠে। ‘টুগেদার’ নিয়ে এমনটাই জানান রনি।
‘কালাকারি ফিল্ম ফেস্টিভাল’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন ও প্রতিভাবান নির্মাতাদের কাজ তুলে ধরার একটি চলচ্চিত্র উৎসব। যেখানে বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান নির্মাতারা অংশ নেন।
রনি তানভীর জানান, আমার এই চলচ্চিত্রের মাধ্যমে আমি বন্ধুত্বের প্রকৃত শক্তি তুলে ধরতে চেয়েছি। ছবিটি বাংলাদেশের সংস্কৃতি ও গল্পের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে আন্তর্জাতিক দর্শকদের সামনে উপস্থাপিত হবে। উৎসবে স্থান পাওয়া আমার মতো উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি বড় স্বীকৃতি। আমি এই স্বীকৃতি দর্শকদের এবং আমার টিমের প্রতি উৎসর্গ করছি।









