চারজন মেধাবি ড্যান্সার এবং কোরিওগ্রাফারদের সমন্বয়ে গড়ে ওঠা কেনিয়ার নাচের দল ইডিকে।
সম্প্রতি তাদের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে তারা বাংলাদেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্লাটফর্ম টফি’র ফুটবল বিশ্বকাপ নিয়ে করা ভিডিওর সুরের সাথে তাল মিলিয়ে একটি নাচ এর পারফরম্যান্স করেছে।
ইডিকে ভিডিওটির ক্যাপশন এ উল্লেখ করেছে যে এই পারফরমান্সের মাধ্যমে তারা বিশ্বকাপ উদযাপন এর সাথে এক হয়েছে, যেইখানে সীমানার কোনও বাধা নেই।
বিশ্বকাপ ফুটবল এর উন্মাদনা এখন চূড়ান্তে। সারা বিশ্বের মতো বাংলাদেশও পিছিয়ে নেই তাতে। ইতোমধ্য দেশের ফ্যানদের উল্লাস দেখেছে সারা বিশ্ব। বিশেষ করে বাংলাদেশের ফ্যানদের উদযাপন দেখেছে আর্জেন্টিনা দল এবং তাদের সমর্থকরা!
টফির করা ভিডিওটি ফেসবুক এ এখন পর্যন্ত কোটির বেশি ভিউ পেয়েছে।
বাংলাদেশের একমাত্র ডিজিটাল প্লাটফর্ম হিসেবে এবারের বিশ্বকাপ লাইভস্ট্রিমিং করেছে টফি। বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ এর ম্যাচ উপভোগ করেছেন প্রায় ২.৫ কোটির মতো দর্শক।







