নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন প্রতীক নেবে, তার সিদ্ধান্তের শেষ সময় আজ রোববার (১৯ অক্টোবর)। আজকের মধ্যেই দলটি বিকল্প প্রতীক সম্পর্কে ইসিকে জানাতে না পারলে, কমিশন নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে প্রতীকের বিষয়ে চূড়ান্ত মত জানাতে হবে। তা না হলে কমিশন তার নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলে কমিশন মনে করে।
এদিকে, রোববার সকাল ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে, নির্বাচন পরিচালনা বিধিমালায় নির্ধারিত ৫০টি প্রতীকের তালিকা থেকে নিজস্ব প্রতীক বাছাইয়ের জন্য এনসিপিকে চিঠি পাঠায় ইসি। তবে দলটি জানিয়েছে, তারা ‘শাপলা’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।








