শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। মণ্ডপে-মণ্ডপে আজ বাজছে বিদায়ের সুর। আগামীকাল রোববার বিজয়া দশমির মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ৭টা ৪১ মিনিটে মহানবমী শুরু ও ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহানবমীর বিহিত পূজা শেষ হবে। অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ। এদিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়।
মহানবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। এদিন বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। ভক্তদের মাঝে বইবে বিষাদের সুর। নবমী দিন মন্ডপে সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে।









