আজ ১০ মহররম। পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা-কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পবিত্র আশুরা পালন করা হচ্ছে।
কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল-এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়।
নবীজির ইন্তেকালের কয়েক দশক পর ৬০ হিজরির এই দিনেই মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হোসাইন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সপরিবারে শাহাদাতবরণ করেন।
কারবালার ঘটনা ছাড়া আরও অনেক কারণে ১০ মহররম তাৎপর্যমণ্ডিত। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন।









