বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ সাইফুল বারী টিটু। বৃহস্পতিবার বাফুফে ভবনে টেকনিক্যাল কমিটির সভায় টিটুকে এক বছরের জন্য পদটিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী ১ এপ্রিল থেকে নতুন পদে কাজ শুরু করবেন টিটু।
২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর টেকনিক্যাল ডিরেক্টর পদটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। ২০০৯ সালে দেশের অন্যতম সেরা গোলরক্ষক শহিদুর রহমান চৌধুরী সান্টু এই পদে যোগ দেন। প্রায় দেড় বছর পর পদ ছেড়ে দেন তিনি। সান্টু চলে যাওয়ার পর বায়েজিদ জোবায়ের আলম নিপু এই পদে দায়িত্ব পালন করেন।
সবশেষ টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেছিলেন পল স্মলি। ২০১৬ সালে প্রথম দফায় দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে পদ ছেড়ে চলে গেলে তাকে ফিরিয়ে আনে ফেডারেশন। ২০২৩ সালে ফের বাফুফেকে বিদায় জানান এই ব্রিটিশ। এরপর খালি ছিল পদটি। এবার পদে আসীন হলেন টিটু।
গত দেড় মৌসুম শীর্ষ পর্যায়ের ফুটবল থেকে বিচ্ছিন্ন ছিলেন টিটু। গত বছর গোলাম রাব্বানী ছোটন ও পল স্মলি চলে যাওয়ার পর নারী ফুটবল দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। কয়েক মাস নারী দলে কাজ করার পর এখন টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন টিটু।







