সবশেষ ৭ নভেম্বর অভিনেতা তিনু করিম ফেসবুকে নিজের একাধিক স্থিরচিত্র প্রকাশ করে পোস্টে লাকি আখন্দের জনপ্রিয় গানের কথা লিখেন,“আমায় ডেকো না, ফেরানো যাবে না”! সেই অভিনেতা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে!
সহ-অভিনেতার শেষ পোস্টের কথা উল্লেখ করে জনপ্রিয় অভিনেতা রওনক হাসান ফেসবুক পোস্টে লিখেছেন, “তুমি না চাইলেও আমরা ডাকছি, ফিরে আসো ভাই!”
তিনু কবিরের এই সংকট মুহূর্তে শুধু রওনক হাসান নয়, তার সুস্থতা কামনায় পোস্ট করছেন নাটকের আরো অনেক পরিচিত মুখ।
অভিনয়শিল্পী সংঘ তার সুস্থতা কামনায় লিখেছে, সংঘের সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী তিনু করমি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
এদিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থারও আরো অবনতি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানিয়েছেন, তিনু করিমের কোনো উন্নতি নেই, বরং আরও অবনতি হয়েছে। আল্লাহর কাছে তাঁকে চাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনু করিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। পরে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মাঝখানে কিছু উন্নতি হলেও এরপর শরীর খারাপ হতে থাকলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তিনু করিমের জন্য দোয়া চেয়ে তার সহধর্মিনী বলেন,সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, যাতে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।









