প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক নির্মাণ করবেন ‘ওয়াক দ্য লাইন’, ‘ফোর্ড ভার্সেস ফেরারি’, ‘লোগান’ খ্যাত পরিচালক জেমস ম্যাঙ্গোল্ড। এই ছবির মূল চরিত্র বব ডিলানের ভূমিকায় অভিনয় করবেন মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে। ছবির প্রয়োজনে বেশ কিছু দৃশ্যে গান থাকবে। জানা গেছে গানগুলো নিজেই গাইবেন অভিনেতা।
ছবির নির্মাতা জেমস ম্যানগোল্ডকে লন্ডনের স্টার ওয়ার্স সেলিব্রেশনে সম্প্রতি ‘কলিডার’-এর সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘বব ডিলানের গানগুলো কি টিমোথিই গাইবেন?’ উত্তরে নির্মাতা বলে, ‘অবশ্যই!’
নির্মাতা আরও বলেন, ‘ববের গল্প তুলে ধরা হবে ছবিতে- ১৯ বছর বয়সী বব ডিলান নিউ ইয়র্কে যখন এসেছিলেন তখন তাঁর পকেটে দুই ডলার ছিল মাত্র। তিনি পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠেন মাত্র তিন বছরে।’
বব ডিলানের বায়োপিকের নাম ‘দ্য কমপ্লিট আননোউন’। কিংবদন্তী বব ডিলানের ফোক থেকে রক সংগীতে প্রবেশ করার নানা অজানা ঘটনা দেখানো হবে এই মিউজিক্যাল ছবিতে। ছবির শুটিং শুরু হবে চলতি বছরের আগস্টে। ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি।
২৭ বছর বয়সী টিমোথি ২০১৭ সালে ‘কল মি বাই ইওর নেম’ ছবির জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ‘বোনস অ্যান্ড অল’ ছবিতে। এছাড়াও তার হাতে আছে ‘ডিউন’-এর সিকুয়েল।
সূত্র: হিন্দুস্তান টাইমস








