নতুন ব্যবস্থাপনায় নতুনভাবে স্যাটেলাইটে নিয়মিত সম্প্রচারে ফিরেছে সময় টেলিভিশন। সোমবার (২৬ আগস্ট) রাত উচ্চ আদালতের নির্দেশে গত ১৯ আগস্ট থেকে সাত দিন স্যাটেলাইট সম্প্রচার বন্ধ ছিল সময় টিভি।
সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট থেকে শুরু হয়েছে এই টিভির নতুন যাত্রা। আদালতের নির্দেশনা মোতাবেক পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু হলো। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।
২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি। সময় টিভি দেখতে সমস্যা হলে ক্যাবল টিভি অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে অথবা সরাসরি কথা সময় টিভি প্রতিনিধির সঙ্গে ০১৯৬৪৪৪৪৪১২ অথবা ০১৯৬৪৪৪৪০০১ নম্বরে কথা বলতে অনুরোধ করা হয়েছে।









