ইরাকে টিকটকের পরিচিত মুখ ওম ফাহাদকে বাগদাদে নিজ বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় তার সাথে থাকা আরেক নারী আহত হয়েছে।
শনিবার ২৭ এপ্রিল বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাজধানীর পূর্ব জায়েন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ‘সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত এক নারী’ অজানা এক আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া ঘটনা তদন্তের জন্য ‘তদন্ত কমিটি’ গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
ওম ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। ঘটনার সময় তার ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়।
এএফপি জানায়, হামলাকারী খাবার ডেলিভারির পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে।
‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা’ ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার অভিযোগ প্রমাণীত হওয়ায় ওম ফাহাদকে গত বছর ৬ মাসের জন্য কারাদণ্ড দিয়েছিল আদালত।









