কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণের সময় হস্তক্ষেপ করার দায়ে একজন ইন্টার্নকে বরখাস্ত করেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।
বিবিসি জানিয়েছে, এই বিষয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়। তবে প্রতিষ্ঠানটি অজ্ঞাতনামা ব্যক্তির দ্বারা সৃষ্ট ক্ষতির পরিমাণ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিবেদনগুলো অতিরঞ্জন এবং ভুল বলে দাবি করেছে।
বাইটড্যান্স এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিটি বাণিজ্যিকীকরণ প্রযুক্তি দলের একজন ইন্টার্ন ছিলেন এবং এআই ল্যাবের কাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। তবে ওই ব্যক্তির হস্তক্ষেপের ফলে এআই মডেলটির কোন ক্ষতি হয়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোশ্যাল মিডিয়ায় এর ফলে ১০ মিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার দাবিটি ভুল বলে জানিয়েছে বাইটড্যান্স।
বাইটড্যান্সের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তিকে আগস্ট মাসে বরখাস্ত করার পাশাপাশি ইন্টার্নের বিশ্ববিদ্যালয়কে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে।









