বাংলাদেশের ‘সুপার ফ্যান’খ্যাত ‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তাকে উত্তর প্রদেশ পুলিশ হাসপাতালে পাঠিয়েছে, দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে এমনই। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে চলতি টেস্টের প্রথমদিনের ঘটনা।
ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, গ্রিনপার্কে কিছু দর্শক ‘টাইগার রবি’র তলপেটে আঘাত করে। কিছু প্রতিবেদনে তার পাঁজরের হাড়ে আঘাত করার কথাও এসেছে।
‘টাইগার রবি’ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তারা আমাকে পেছন থেকে আঘাত করে এবং তলপেটে আঘাত লাগে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না।’
‘সকাল থেকে একদল সমর্থক আমাকে হেনস্তা করছিল। যখন মধ্যাহ্ন বিরতি শুরু হয়, আমি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের নাম ধরে চিল্লাচ্ছিলাম। তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাসকট (টাইগার) এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।’
স্টেডিয়ামে থাকা এক নিরাপত্তারক্ষী এ দাবি অস্বীকার করেছেন। অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমাদের একজন নিরাপত্তারক্ষী তাকে ‘সি’ ব্লকের প্রবেশপথে শ্বাসকষ্টে ভুগতে দেখে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছিলেন। বিষয়টি এমন মনে হচ্ছিল যে, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন। কিন্তু আমরা আসলে ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করছি।’









