ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রার জন্য ৭ এপ্রিলের রেল টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার।
শুক্রবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু করে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
এবারও ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে, তবে বিশেষ এ ব্যবস্থায় টিকিট রিফান্ডের সুযোগ থাকবে না। রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যে ৩ এপ্রিলের টিকিট ২৪ মার্চ, ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ এবং ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ বিক্রি হয়েছে।
২৯ মার্চ বিক্রি হবে ৮ এপ্রিলের টিকিট এবং ৩০ মার্চ বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট। এ ব্যবস্থা ঈদযাত্রায় যাত্রীদের সুবিধা নিশ্চিত করবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আশাবাদী।









