ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে কোটিপতির সংখ্যা ৮৯১ জন। স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। এদের মধ্যে শতকোটি টাকার বেশি সম্পদের মালিক রয়েছেন ২৭ জন প্রার্থী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
এতে তথ্য তুলে ধরেন টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজজামান।
প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা প্রায় দুই হাজার। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একই দিনে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









