বরিশালে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্যকে আটক করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ১৭ আগস্ট দুপুরে নগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।
তিনি বলেন, এয়ারপোর্ট থানা এলাকার মাধবপাশায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড এর গোডাউনে রাখা ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার টাকার সিগারেট ডাকাতি করে এই ডাকাত সদস্যরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে এয়ারপোর্ট থানা পুলিশ তিন ডাকাত ইয়াকুব, মোঃ মুসা ও মোহাম্মদ রুবেল ঢালীকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে আটক করে।
আটককৃত ডাকাত সদস্যরা বরগুনা ও পটুয়াখালী জেলার বাসিন্দা।








