প্রবাসীদের ভোটের আওতায় আনতে ইসির সংশ্লিষ্ট কমিটি ৩টি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (১১ মার্চ) মো. সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছে ইসি। ইসির সংশ্লিষ্ট কমিটি তিনটি প্রস্তাব দিয়েছে।
তিনি আরও জানান, সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল সিস্টেম, অনলাইন সিস্টেম, আরেকটি হলো প্রক্সিভোট। সেটি হলো, দেশে তার হয়ে কেউ ভোট দেবে।
নির্বাচন কমিশনার বলেন, প্রথম দুটি ট্রায়াল করে দেখতে বলেছে কমিটি। তবে প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটিং এ যেতে হবে। এ বিষয়ে ওয়ার্কশপ হবে এপ্রিলে। এরপর স্টেকহোল্ডারদের সাথে বসে বিষয়টি চূড়ান্ত করা হবে। সকল ধাপে উত্তীর্ণ হলে, আগামী ভোটে প্রবাসীদের প্রক্সি ভোটে নির্বাচন করা যাবে।









