পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপির প্রতিবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণের আগে সেখানকার একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
এর আগে শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়ায় টিটিপির একটি গোপন আস্তানায় অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। সেই অভিযানে ‘৮ ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছিল সেনাবাহিনী।









