দখলদার ইসরায়েলের সহযোগিতা করায় গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।
স্থানীয় সময় ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সংবাদমাধ্যম গাজা নাউ মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত।
ভিডিওতে দেখা গেছে, হামাসের কয়েক ডজন যোদ্ধা মাটিতে শুয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই তিনজনের সবাই ফিলিস্তিনি। কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করেছেন তারা।
এদিকে, প্রথম ধাপের ১৬তম দিন থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আলোচনা। যদি এটি সফল হয় তাহলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দেখা যাবে।









