হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা, বিমান ও নৌ বাহিনী। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুটি প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যও।
শনিবার (১৮ অক্টোবর) আইএসপিআর সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা ইতোমধ্যে যৌথভাবে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, পাশাপাশি আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য জানতে ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইএসপিআরের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।কার্গো ভিলেজের ওই অংশে মূলত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।









