আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন স্থানীয় তিন ক্রিকেটার ও বেসামরিক তিন নাগরিক। আফগানদের ক্রিকেটে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন আফগান অলরাউন্ডার রশিদ খানও। ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন এই স্পিনার।
তিন ক্রিকেটারের মৃত্যুকে বিশাল ক্ষতি হিসেবে আখ্যায়িত করে ফেসবুক পোস্টে রশিদ খান লিখেছেন, ‘আফগানিস্তানে সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় নিরীহ নারী, শিশু ও ভবিষ্যৎ তরুণ ক্রিকেটারদের প্রাণ হারানো আমাদের জন্য এক গভীর বেদনার ঘটনা।’
‘যেসব তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন বুনেছিল, সেসব তরুণ প্রাণের এমন নিষ্ঠুর পরিণতি মানা যায় না।’
‘বেসামরিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা চরম অনৈতিক ও নৃশংস। এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থি। এমন জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই নজরদারির বাইরে থাকা উচিত নয়।’

এর আগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। বোর্ডের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রশিদ লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। যা আমাদের জাতীয় মর্যাদা ও জনগনের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের একটি সমৃদ্ধ বার্তা।’









