ইসরায়েলে পর পর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিব শহরতলির দুটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার একটি প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন।









