ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
অবরুদ্ধ উপদেষ্টারা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
এর আগে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিন উপদেষ্টা। সভায় স্থানীয়রা ভোলা-বরিশাল সেতুর অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের দাবি জোরালো করেন।
সভা চলাকালে জ্বালানি উপদেষ্টার বক্তব্য নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত শিক্ষার্থী ও তরুণরা তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে পড়ে তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপি নেতারা হস্তক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীরা সরে গেলে তিন উপদেষ্টা দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয়দের দাবি, ভোলা-বরিশাল সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং জেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাবে।









