এফবিআই’র একটি অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা ব্যক্তি।
বিবিসি জানিয়েছে, গতকাল ৯ আগস্ট বুধবার যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অনলাইনে হিংসাত্মক হুমকি পোস্ট করা ব্যক্তি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র গুলিতে নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পিত সফরের কয়েক ঘন্টা আগে এফবিআই এজেন্টরা ক্রেগ রবার্টসন নামক ওই ব্যক্তিকে উটাতে তার বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার চেষ্টা করে। রবার্টসন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের অনুসরণকারী একজন প্রসিকিউটরের বিরুদ্ধে ফেসবুকে হত্যার হুমকি পোস্ট করেছেন।
৭০ বছর বয়সী রবার্টসন নিজেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন ও অন্যান্যদের একাধিকবার হুমকি দিয়েছেন। তবে তার বিষয়ে আরও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে এফবিআই।







