Advertisements
জাতি হিসেবে বাঙালিরা কখনো মাথা নত করেনি বলে মন্তব্য করে বিশিষ্টজনেরা বলেছেন, যারা দেশকে বিপদে ফেলতে চেয়েছে তারাই বিচ্যুত হয়েছে। অমর একুশেতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, ভাষার ইতিহাস সাত হাজার বছরের, সেই তুলনায় বাংলাদেশের মাত্র শুরু।






