বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ (৯ আগস্ট) শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি বলেন, তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।
তিনি বলেন, বিগত নির্বাচনে যে সকল প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচন বাস্তবায়ন করেছেন, সীমাবদ্ধতার কারণে তাদের যথাসাধ্য কম ব্যবহারের চেষ্টা করবে কমিশন। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে আইন-কানুন মেনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।









