বায়ার্ন মিউনিখের জার্সিতে ২৫ বছর ধরে খেলছেন থমাস মুলার। অবশেষে দীর্ঘ এই অধ্যায়ের ইতি টানতে চলেছেন এই জার্মান স্ট্রাইকার। চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন।
শনিবার আনুষ্ঠানিক ঘোষণায় এই জার্মান মিডফিল্ডার জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই শৈশবের ক্লাব ছাড়ছেন তিনি। ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন আসন্ন জুনে যুক্তরাষ্ট্রে হতে চলা ক্লাব বিশ্বকাপে।
২০০০ সালে বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দিয়েছিলেন মুলার। এরপর কেটে গেছে দীর্ঘ ২৫ বছর। সময়ের সাথে ১০ বর্ষী সেই মুলারের বয়স এখন ৩৫। দীর্ঘ এই সময়ে বুন্দেসলিগায় ১৫০টিসহ ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন তিনি।
জার্মানির হয়ে ২০১৪ সালে জিতেছেন বিশ্বকাপ। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, জার্মান সুপার কাপও জিতেছেন তিনি। এতসব অর্জন নিয়ে অবশেষে বায়ার্ন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুলার।
ক্লাব ছাড়ার প্রসঙ্গে মুলার বলেছেন, ‘আজকের দিনটা অন্য দশটা দিনের মতো নয়। বায়ার্নে কাটানো আমার ২৫টা বছর শেষ হতে যাচ্ছে এই মৌসুমের গ্রীষ্মে। দারুণ একটা যাত্রা। দুর্দান্ত লড়াই, স্মরণীয় সব জয়ে ভরপুর অনন্য এক অভিজ্ঞতা আসলে। এই ক্লাবের হয়ে এতদিন খেলতে পারাটা আমার দারুণ একটা ব্যাপার। এই বিশেষ সম্পর্কটা আমার আর ক্লাবের সব সময়ই থাকবে।’
গত ১৭ মৌসুমে বায়ার্নের হয়ে মুলার জিতেছেন ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ।









