Advertisements
এবার কোরবানির পশুর চামড়ার সরবরাহ গত বছরের চেয়ে কিছুটা কম বলে জানিয়েছেন রাজধানীর পাইকাররা। লালবাগের ব্যবসায়ীরা বলেছেন, এবার তারা গড়ে ৮শ টাকায় প্রতিটি গরুর চামড়া কিনছেন মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে। উপয্ক্তু দাম পেতে চামড়া নষ্ট না করার পরামর্শ দিয়েছেন তারা।






