আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ব্যক্তিগত আগ্রহ থেকেই প্রথমবার চালু হওয়া এই ব্যবস্থায় ভোট দেবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নিজেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং সে অনুযায়ী তিনি এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবারই প্রথম প্রবাসী ভোটার, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই প্রক্রিয়ায় ভোট দিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
সংশোধিত তফশিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।









