ইসরায়েল-হামাস যুদ্ধে বন্দী ও জিম্মিদের মুক্তির জন্য মানবতার প্রয়োজনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, একটি প্রচার সমাবেশে অংশ নেওয়ার সময় মানবিক কারণে এই বিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সমাবেশ চলাকালে গাজায় যুদ্ধবিরতির দাবিতে একজন নারী কথা বলে উঠলে এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি মনে করি একটি বিরতি দরকার। বিরতি মানে বন্দীদের বের হওয়ার জন্য সময় দেওয়া।
পরে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমাবেশে যুদ্ধবিরতি বলতে তিনি হামাসের হাতে বন্দী ২৪০ জন জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা বোঝাতে চেয়েছিলেন।
যুদ্ধবিরতির দাবিতে কথা বলে উঠা ওই নারীকে নিরাপত্তারক্ষীদের দ্বারা বের করে দেওয়া হয়। বেরিয়ে যাওয়ার সময়ও তিনি “এখনই যুদ্ধবিরতি চাই” বলে চিৎকার করছিলেন।
তাকে বের করে দেওয়া হলেও প্রেসিডেন্ট বাইডেন বলেন, পরিস্থিতি ইসরায়েলের পাশাপাশি মুসলিম বিশ্বের জন্য অবিশ্বাস্যরকম জটিল। আমি একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান সমর্থন করি এবং প্রথম থেকেই করছি।
বাইডেন জানান তিনি হামাসকে একটি অপরাধী গোষ্ঠী বলে মনে করেন। তিনি বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। একটি ফ্ল্যাট আউট সন্ত্রাসী সংগঠন।







