দিনাজপুর শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারও মেয়েরা এগিয়ে আছেন। দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দিনাজপুর বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ২৯৮ জন। এর মধ্যে ছাত্র জিপিএ পেয়েছে ৬ হাজার ১৮৫ জন আর জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী সংখ্যা৮ হাজার ১১০ জন।
পাশের হারে ছাত্র সংখ্যা ৭৩ দশমিক ৯৭ শতাংশ আর পাশের হারে ছাত্রীর সংখ্যা ৮১ দশমিক ১ শতাংশ।









