ভারতের সবচেয়ে সুনির্মিত সিরিজ ‘পঞ্চায়েত’, এর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন নীনা গুপ্তা আর সুনীতা রাজওয়ার। অভিনয়ে তাদের পারফরম্যান্স এতটাই প্রশংসিত হয়েছে যে, দর্শক শুধু তাদের অভিনয় নয়, বরং ব্যক্তিগত জীবন ও সম্পদের হিসেবে জানতেও আগ্রহী হয়ে উঠছেন!
দর্শকের এসব আগ্রহের খোরাক জোগাচ্ছে বিভিন্ন সংবাদ প্রতিবেদন! নীনা গুপ্তা, যিনি মঞ্জু দেবী চরিত্রে জনপ্রিয়। তার নেট ওয়ার্থ প্রায় ৭০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, সুনীতা রাজওয়ারের সম্পদের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা!
তবে শুধু মাত্র অর্থেই নয়, এই দুই অভিনেত্রীর কৃতিত্ব হল ‘পঞ্চায়েত’ সিরিজটিকে জীবন্ত ও জনপ্রিয় করে তোলা। তাদের অভিনয়ই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে তারা যে কদর পেয়েছেন, তা সম্পদের হিসেব-নিকেশে কী আর প্রতিফলিত হবে!
নীনা গুপ্তা বহু বছর ধরেই বলিউডের প্রভাবশালী নাম। সাথ সাথ, গান্ধী, দ্য ডিসিভারস, মির্জা গালিবসহ একাধিক প্রশংসিত প্রজেক্টে কাজ করলেও, কজের চেয়ে তার এক পোস্ট ঝড় তুলেছিলো সোশ্যাল মিডিয়ায়, বদলে যায় তার ক্যারিয়ার। ‘বাধাই হো’ ছবির সাফল্যের পর থেকে তিনি একের পর এক প্রজেক্টে নজর কাড়ছেন।
বর্তমানে পঞ্চায়েত–এ ‘মঞ্জু দেবী’র চরিত্রে তার অভিনয় বিশেষ প্রশংসিত হচ্ছে। পাশাপাশি, খুব শিগগির তাকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’ ছবিতেও। লাইফস্টাইল এশিয়ার তথ্য অনুযায়ী, নীনার বর্তমান সম্পদের পরিমাণ ৭০ কোটি টাকা। তিনি প্রতি টিভি পর্বে ৫০ হাজার টাকা পারিশ্রমিক নেন!
অন্যদিকে, সুনীতা রাজওয়ার ধীরে ধীরে ওটিটি দুনিয়ায় নিজের অবস্থান পাকাপোক্ত করছেন। পঞ্চায়েত–এ ‘ক্রান্তি দেবী’ চরিত্রে তাঁর নিখুঁত অভিনয় যেমন প্রশংসিত, তেমনি গুল্লক, স্ত্রী, বালা, কেদারনাথ এবং শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান–এর মতো ছবিতে তাঁর উপস্থিতিও দর্শকের মন ছুঁয়েছে।
নবভারত টাইমস–এর রিপোর্ট অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ কোটি টাকা।
‘পঞ্চায়েত সিজন ৪’ আসছে ২ জুলাই, তবে দর্শক চাইলে ভোট দিয়ে এই তারিখ আগাতে পারেন। আমাজন ও টিভিএফ একটি ভোটাভুটি চালু করেছে — ‘টিম মঞ্জু দেবী’ বনাম ‘টিম ক্রান্তি দেবী’। যারা ভোট দেবেন, তাদের সক্রিয়তায় সিজন-৪ ২ জুলাইয়ের আগেই মুক্তি পেতে পারে। ভোটিং চলবে ১০ জুন পর্যন্ত। –কইমই









