বিশ্বের অন্যতম ধনী নারী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস সম্প্রতি জানিয়েছেন, তিনি তার মেয়ের নতুন ব্যবসায়িক উদ্যোগে কোনো অর্থ বিনিয়োগ করবেন না। এর পেছনের কারণটাও জানিয়েছেন তিনি।
আজ (৯ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পাওয়ার অব উইমেন্স স্পোর্টস সামিটে বক্তব্য রাখতে গিয়ে মেলিন্ডা বলেন, আমার দুই মেয়ে সন্তানের মধ্যে একজন সম্প্রতি একটি ব্যবসা শুরু করেছে। সে তহবিল পেয়েছে, তবে সেটা আমার যোগাযোগ বা পরিচয়ের কারণে নয়। আমি এতে এক পয়সাও দিইনি।
এই বক্তব্যে মেলিন্ডা ইঙ্গিত করেন যে,, তিনি তার মেয়েকে উদ্যোক্তা হিসেবে নিজ পথে এগোতেই শেখাতে চান। মেলিন্ডা বলেন, আমি তাকে বলেছি, যদি এটা আসল ব্যবসা হয়, তাহলে বাইরের মানুষ এতে বিনিয়োগ করবে। আর না হলে সে প্রত্যাখ্যান সামলাতে শিখবে। এতে ওর শেখার সুযোগ হবে। নারীদের জন্য ব্যবসায় বিনিয়োগ পাওয়া এখনও কঠিন। তাই তাদের সাহস রাখতে হয় এবং লড়াই করে টিকে থাকতে শিখতে হয়।
যদিও মেলিন্ডা গেটস তার কোন মেয়ের কথা বলছেন তা স্পষ্ট করেননি, তবে ধারণা করা হচ্ছে তিনি ২২ বছর বয়সী ফোবি গেটস-এর কথা বলছিলেন। ফোবি সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহপাঠী সোফিয়া কিয়ানির সঙ্গে মিলে ‘ফিয়া’ নামের একটি ডিজিটাল ফ্যাশন প্ল্যাটফর্ম চালু করেছেন।









