অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও হতশ্রী অবস্থা বাংলাদেশের। মিরপুরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে সফরকারী দল। দ্বিতীয় ম্যাচে বল হাতে ঝলক দেখিয়েছেন ফারিহা ইসলাম তৃঞ্চা। বিশ্বের তৃতীয় নারী ক্রিকেটার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন। ১৯ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। এমন পারফর্মের দিন দল হারায় আফসোস টাইগ্রেস পেসারের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তৃষ্ণা জানিয়েছেন এমনটা। বলেছেন, ‘শুরুটা ভালো ছিল। আশাবাদী ছিলাম যে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব। শেষ পর্যন্ত কিন্তু চেষ্টা করেছি। প্রত্যাশা ছিল ভালো কিছু করার চেষ্টা করব। অনেকদিন পর টি-টোয়েন্টি দলে ফিরলাম। দলকে কিছু দেয়ার চেষ্টা করেছি। মাথায় চলতেছিল যে জায়গায় করব। যদি কিছু হয়। জিততে পারলে আনন্দটা দ্বিগুণ হতো।’
২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তৃষ্ণা। ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক করলেও, দল হারায় আফসোস রয়েছে এই পেসারের। বলেছেন, ‘আফসোস তো অবশ্যই আছে। দলের অর্জন বড় হলেই নিজের অর্জনের আনন্দটা বেশি হয়। দল জিতলে এ আনন্দটা হয়তো আরও ভালোভাবে উদযাপন করা যেত। দলই সবার আগে। ভালো তো লাগেই। দ্বিতীয় হ্যাটট্রিকটা করতে পেরেছি। অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা করতে পেরেছি।’







