জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় দৈনিকসহ বিভিন্ন স্থানে হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল মন্তব্য করেন, ফ্যাসিবাদের নতুন সংস্করণের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। চট্টগ্রামে এক হিন্দু যুবককে হত্যা, সাংবাদিক নূরুল কবীরকে অসম্মান এবং শুক্রবার উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে ‘সুগভীর ষড়যন্ত্র’ বলে দাবি করেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জনগণের ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এসব ঘটানো হচ্ছে।
সারাদেশে চলমান সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা এখন পর্যন্ত সন্তোষজনক নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।









