গ্রিনল্যান্ড দখলের বিষয়ে নিজের অবস্থান আরও কঠোর করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই এবং বিশ্ব নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য।
আজ (২১ জানুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড অধিগ্রহণে তিনি কত দূর যেতে প্রস্তুত এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনারা দেখবেন। গ্রিনল্যান্ড ইস্যুতে সবকিছু শেষ পর্যন্ত ভালোভাবেই মিটে যাবে।
ন্যাটো প্রসঙ্গে ট্রাম্প বলেন, ন্যাটোর জন্য আমার চেয়ে বেশি কেউ করেনি। নেটো এবং যুক্তরাষ্ট্র দু’পক্ষই এতে সন্তুষ্ট থাকবে। বিশ্ব নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। আমরা জানি, ন্যাটোকে রক্ষা করতে আমরা এগিয়ে যাব। কিন্তু তারা আমাদের রক্ষা করতে আসবে কি না, তা নিয়ে আমার প্রশ্ন আছে।
এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী নাজা নাথানিয়েলসেন বলেন, ট্রাম্পের বক্তব্যে গ্রিনল্যান্ডবাসী হতবাক। আমরা আমেরিকান হতে চাই না। এটা আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি। আমাদের সংস্কৃতি ও ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে কতটা মূল্য দেওয়া হচ্ছে?
এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে আটটি ইউরোপীয় দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।









