জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নামে কোনো বিষয় থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, সনদে যা কিছু নিয়ে ঐকমত্য হয়েছে, তার বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে জনগণই।
আজ ৭ নভেম্বর শুক্রবার সকালে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। জনগণ যা বলবে, সেটাই বাস্তবায়িত হবে। আমরা আশা করি, খুব দ্রুতই জুলাই সনদের আইনভিত্তিক কাঠামোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে পারব।
আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘুসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমরা চাই, নতুন সংসদ ও সংস্কার পরিষদে সব শ্রেণির প্রতিনিধিত্ব থাকুক—যাতে জুলাই সনদের চেতনা বাস্তবায়িত হয়।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদের প্রশাসনিক রূপরেখা বাস্তবায়নের পক্ষে মত দিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে। আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদাররা সবাই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টই সংস্কার পরিষদ গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করবে।
শিক্ষকদের অবদান স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে গত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।
তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে সংস্কার আনতেই হবে। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। পূর্ববর্তী সরকার শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।







