শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় তারা এক মাসের মধ্যে হাদী হত্যার বিচার করতে হবে বলেও দাবি তোলেন।
সোমবার ২২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে এই দাবি জানায় ইনকিলাব মঞ্চের নেতারা। আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় শাহবাগে শহীদী শপথ নেবে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, আগামীকালের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা , বিশেষ সহকারী ও আইন উপদেষ্টা হাদী হত্যাকাণ্ডের তদন্তের বিস্তারিত যদি গণমাধ্যমের সামনে তুলে না ধরে, তাহলে তাদের দুঃসাহসের জবাব দেয়া হবে।
আমরা আর সরকারকে সহযোগিতা করব না উল্লেখ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলেন, আমার ভাইয়ের বিচার না হলে দেশকে স্থিতিশীল রেখে আমাদের কি লাভ? নেতারা আরও বলেন, হাদী হত্যার বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। বিচার না হলে এক দফা দিয়ে সরকারের পতন করা হবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদির মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।
গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন করা হয়।









