১৭৩ বছরের মধ্যে বিশ্বের উষ্ণতম বছর হিসেবে চলতি বর্ষকালে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সময়মতো বর্ষা শুরু হলেও ১২ থেকে ১৬ জুনের আগে সারাদেশে বর্ষাকালীন বৃষ্টির দেখা মিলবে না বলে জানিয়েছেন তারা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বিশ্বের উষ্ণতম বছর হিসেবে এবারের বর্ষাতেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কারণে বাড়বে ভোগান্তি। আর জুনে বঙ্গোপসাগরে অস্বাভাবিক হলেও ২০১৫ সালের ‘ঘুর্ণিঝড় কোমেন’ এর মতো এবছরও ঘূর্ণিঝড় হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,চলতি বর্ষাকালে ৪০০ ৩৯ দশমিক ৪ মিলিমিটার স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এরমধ্যে সারাদেশে গড়ে ১৮ থেকে ২২ দিন এবং ঢাকায় বৃষ্টি হবে গড়ে ২০ দিন। মে মাসের শেষ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে বর্ষাকাল সময়মত আসার পথ সুগম করেছে।
এছাড়াও এমাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ তৈরীর পর এর কোনটি যদি মৌসুমী লঘুচাপে পরিণত হয় তাহলে বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।









