মেট্রোরেলের যে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু হয়েছে, সেই বিয়ারিং প্যাডে কোনো ত্রুটি ছিল না বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। মেট্রোরেলের ডিজাইন ও ব্যবস্থাপনার ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে দায়ভার কার। তবে অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় আনার কথা জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারির মৃত্যুর পর থেকেই মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এত অর্থ ব্যয় করে মেট্রো নির্মাণের পর তার রক্ষণাবেক্ষণ ও মানহীন মালামাল নিয়ে সমালোচনা হচ্ছে।
তিনি আরও জানান, যে বিয়ারিং প্যাড খুলে পথচারির মৃত্যু হয়েছিল সেই বিয়ারিং প্যাডের ওয়ারেন্টি ছিল ৫০ বছর।
গত বছর সেপ্টেম্বরেও একই স্থানে দুর্ঘটনার পর ইন্সপেকশন করার কথাও জানান তিনি। তবে, সাম্প্রতিক ঘটনার দায়ভার কার, এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে তদন্ত হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের ওপরই এর দায় বর্তাবে বলে জানিয়েছেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, মেট্রোরেলের বাকি নেটওয়ার্ক সম্পন্নের জন্য স্মার্ট ফাইন্যান্সিং এর উপর গুরুত্ব দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।









