Advertisements
জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। ঢাকায় প্রথমবারের মতো তিন দিনের আঞ্চলিক জলবায়ু সম্মেলনের উদ্বোধনীতে বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নেচার বেইসড সল্যুউশনের বিকল্প নেই। একই সাথে জলবায়ুর ক্ষতি পুষিয়ে নিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে দায়িত্বশীল হওয়ার আহবানও জানান তারা।






