জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন বলেছেন, রাজনীতিতে বিভাজন চলছে। এই বিভাজন নিয়ে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
গতকাল সোমবার জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত এক সভায় একথা বলেন সাবেক এই উপমন্ত্রী।
গোলাম সারোয়ার মিলন বলেন, অতীতে নির্বাচনে যে ভুল করেছি, সেখান থেকে শিক্ষা নিতে না পারলে জাতিকে আরো মাশুল দিতে হবে। আমরা সেই ভুল আর করতে চাই না।
সুষ্ঠু নির্বাচন বিষয়ে তিনি আরও বলেন, একটি পরিবর্তনের পর সরকারকে পালিয়ে যেতে হয়, সেই পরিস্থিতি আর চাই না। আমরা একটি সভ্য, সুন্দর ও গণতান্ত্রিক সমাজ চাই। এমন নির্বাচন করতে হবে যেটা নিয়ে প্রশ্ন উঠবে না।
এ সময় সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ, উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান এড. এবিএম ওয়ালিউর রহমান খান, এড. মো. আব্দুল্লাহ, এম এ ইউসুফ, ভারপ্রাপ্ত মহাসচিব মো. আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ।









