জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায় করা হবে।
মঙ্গলবার (১ জুলাই) জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করে তিনি বলেন, বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দিতে হবে।
মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত শেষে এই শহিদের পিতা-মাতার সঙ্গে সাক্ষাৎ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামে নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা।
পরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মুজিববাদী সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আবু সাঈদ ও জুলাইয়ের স্বপ্ন মানুষের কাছে তুলে ধরতেই এই পদযাত্রা।
এনসিপির নেতাকর্মীরা বলছেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্তেরও আন্দোলন।









