রাজধানীর খিলগাঁওয়ে দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, গ্যাসের অভাবে খাদ্যাভ্যাস পরিবর্তনসহ জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। গ্যাসের পাইপলাইনে লিকেজ রয়েছে দাবি করে বিক্ষুব্ধরা বলেন, যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ এলাকাবাসীর।








