আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ১০ হাজার ৪৮৭ জন হজ যাত্রীর এখনও বাড়িভাড়া ও পরিবহন চুক্তি হয়নি। তাদের হজ করা নিয়ে শঙ্কা আছে।
আজ ৮ এপ্রিল মঙ্গলবার হজের প্রস্তুতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা পরিস্থিতির কারণ হিসেবে হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবকে দায়ী করে বলেন, এজেন্সিগুলোর দায়িত্বহীনতার কারণে এসব মানুষদের হজে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, বেসরকারি ভাবে ৮১ হাজার ৯০০ এবং সরকারিভাবে ৫ হাজার ২০০ জন হজের জন্য নিবন্ধন করেছেন। ১০ হাজার ৪৮৭ জনের এখনও বাড়িভাড়া ও পরিবহন চুক্তি হয়নি। তাদের হজ করা নিয়ে শঙ্কা আছে। যদি কোনো এজেন্সি নিবন্ধিত ব্যক্তিকে হজে পাঠাতে না পারে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, যদি কোনো এজেন্সি নিবন্ধিত ব্যক্তিকে হজে পাঠাতে না পারে তবে তাদের লাইসেন্স বাতিল, জামানত বাতিল ও ফৌজদারি মামলা করা হবে। এখনও যারা চুক্তি সম্পন্ন করতে পারেনি, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে তাদের হজ পালনের কোনরকম বাধা না আসে।
এছাড়াও, হজ ফ্লাইটের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে সকল সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন ড. আ ফ ম খালিদ হোসেন।









